আপনি যদি কোন প্রশ্নে বা উত্তরে বিডিও ছবি বা লিংক অ্যাড দিতে চান।তাহলে বিশেষ সদস্যরা আপনার প্রশ্ন বা উত্তরটা পড়ে অনুমোদন দিয়ে থাকে ।কেননা যাতে কেও কোন অশ্লিল কিছু এই সাইটে অ্যাড দিতে না পারে।আর আপনি হয়তো এমন কোন কার্যকলাপ করে ফেলেছিলেন যার কারনে বিশেষ সদস্যরা আপনার প্রশ্ন বা উত্তর টি অনুমোদন না দিতে বাধ্য হয়েছেন।আর আপনি কেমন প্রশ্ন বা উত্তর দিয়েছিলেন তা আপনিই ভালো জানেন। আশা করি বোঝতে পেরেছেন।এখান থেকে শিক্ষা নিয়ে সচেতনতার সাথে প্রশ্ন উত্তর প্রদান করুন।ধন্যবাদ।