শেয়ার করুন বন্ধুর সাথে

ট্রান্সফরমার এর যে কোন একটি কয়েলে এসি সোর্স সংযুক্ত করার সাথে সাথে কয়েলে পরিবর্তনশীল চুম্বকীয় বলরেখা সৃষ্টি করে, যা পার্শ্ববর্তী কয়েলকে কর্তন করে। ফলে উক্ত কয়েলে ফ্যারাডের সূত্র অনুযায়ী ভোল্টেজ আবিষ্ট হয়, এই আবিষ্ট ভোল্টেজই ট্রান্সফরমার ভোল্টেজ এবং এ পরিবর্তনশীল চুম্বকীয় বলরেখাকে মিউচুয়াল ফ্লাক্স বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ