শেয়ার করুন বন্ধুর সাথে

এ পর্যন্ত স্পেন একবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলে একবার ২০১০সালে এবং একবার বিশ্বকাপ ট্রফি জেতে।

উত্তরঃ ১ বার ২০১০ সালে।

স্পেন ১ বার বিশ্বকাপ জেতে। ২০১০ সালে তারা প্রথম বারের মত বিশ্বকাপ ফাইনালে খেলে নেদারল্যান্ডস কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। জয়ী কোচ ও অধিনায়ক ছিল যথাক্রমে ভিসেন্তে দেল বস্ক ও ইকার ক্যাসিয়াস। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আসরটিতে ৬৪ ম্যাচে মোট ১৪৫ টি গোল হয়। জাবুলানি নামক বল দিয়ে সেবার খেলা হয়।