কমলাকান্তের দপ্তর   গ্রন্থটিতে যে কয়টি প্রবন্ধ আছে তার মধ্যে বিড়াল অন্যতম।  সোশিয়ালিস্টক বলতে বুঝায় সমাজের সবাই সমান।এটি একটি রাজনৈতিক মতবাদ।  বিড়াল প্রবন্ধের আলোকে বললে বিড়াল আর মানুষের মাঝে কোন পার্থক্য নেই। অধিকার আদায় অধিকার পূরণের ক্ষেত্রে বিড়াল আর মানুষের মাঝে কোন পার্থক্য নেই। বিড়াল আর মানুষ উভয়েই সমান।  বিড়াল এর উপদেশমুলক কথা শুনে কমলাকান্ত বিড়াল কে সোশিয়ালিস্টক বলেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ