উত্তরঃ ১৯৫৪-১৯৬৪ সাল পর্যন্ত কারবাসে থাকাকালে সাইয়েদ কুতুব এই তাফসির গ্রন্থটি রচনা করেন। ইখওয়ানুল মুসলীমিনের মত ইসলামী আন্দোলনে তার সম্পৃক্ততা থাকাকালে তৎকালীন জালিম মিশরীয় সরকার তাকে মৃত্যুদণ্ড প্রদান করার আগেই তিনি এই তাফসির সম্পন্ন করেন।