শেয়ার করুন বন্ধুর সাথে

ব্রায়োফাইটার বিস্তার ও বিস্তৃতি বিশ্বব্যাপী।সমুদ্র ছাড়া প্রায় সব জায়গায় এদের পাওয়া যায়।কয়েকটি প্রজাতিছাড়া প্রায় সকল ব্রায়োফাইটই খুব সরল প্রধানত স্থলজ।স্থলজ হলেও এরা ভেজা স্যাঁতসেতে এবং ছায়াময় পরিবেশে জন্মায়।কোন কোন প্রজাতি শুষ্ক পরিবেশে জন্মালেও বৃদ্ধি এবং নানান জীবজ ক্রিয়াকলাপের জন্য(বিষেশত নিষেকের সময়) পানির প্রয়োজন হয়।সুতরাং যেহেতু অধিকাংশ ব্রায়োফাইটা স্থলজ হলেও জীন চক্র সম্পূর্ণ করতে পানির প্রয়োজন হয় সেহেতু উদ্ভিদবিজ্ঞানীরা ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ রূপে গণ্য করেন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ