শেয়ার করুন বন্ধুর সাথে

বিজ্ঞানের ভাষায় বলতে গেলে, বিজ্ঞান বলে বাস্তবে ভুতের কোনো অস্তিত্ব নেই! এটা প্রমান করার জন্য অনেক পরীক্ষাও করা হয়েছে এবং তাতে এটাই বার বার প্রমাণ হয় যে সত্যিই ভুত বলে কিছু নেই!  কিন্তু ভূতের অস্তিত্ব না থাকলেও জ্বীনের অস্তিত্ব ঠিকই আছে! আমরা আমাদের চারপাশে যেসব ভৌতিক কর্মকান্ড লক্ষ্য করি সেসব মূলত কিছু দুষ্ট জ্বীনের কাজ!  ইসলাম ধর্ম অনুয়ায়ীঃ কোরআনে জ্বীন জাতির উল্লেখ রয়েছে। আরবি জ্বীন শব্দটির আক্ষরিক অর্থ কোনো কিছু যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী। কুরআনে জ্বীন ও ইনসান (মানুষ) এই দুই জাতির অস্তিত্বের কথা বলা হয়েছে। কুরআন অনুসারে জ্বীন জাতি মানুষের মতই আল্লাহ সৃষ্ট অপর আরেকটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। তবে মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। কিন্তু জ্বীনরা মানুষদের দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ