শেয়ার করুন বন্ধুর সাথে

ইউরিয়া সারের একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং এতে প্রায় ৪৬% নাইট্রোজেন এ সারে বিদ্যমান। উদ্ভিদের বৃদ্ধি এবং ফসল উৎপাদনে সাহায্য করে। তাছাড়া উদ্ভিদের শেকড়ের বৃদ্ধি এবং ক্লোরোফিলে এই সার খুবই সহযোগী একটি সার।  ফলের আকার বৃদ্ধির জন্যও এ সার ব্যবহার করা হয়। মূল কথা হলো - এ সার উদ্ভিদের অতি আবশ্যক উপাদানকে শোষণে সাহায্য করে।