শেয়ার করুন বন্ধুর সাথে

ভালোবাসায় মানুষ চেনার কিছু টিপসঃ  ১। সে আপনার মূল্যবোধকে শ্রদ্ধা করে মৌ ভালবেসেছিল দ্বীপকে। দ্বীপ সবসময় তার ভাবনাকে শ্রদ্ধা করত। ভালবাসার মানুষটির কী ভাল লাগে আর কী ভাল লাগে না তার খেয়াল রাখত। দ্বীপ কখনোই মৌ এর মতামতকে হেসে উড়িয়ে দিত না। বরং ভেবে দেখত। যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করত। মৌ এর প্রশংসা শুনলে দ্বীপ খুব খুশী হয়। দ্বীপ চায়, মৌ তার ক্যারিয়ারে অনেক ভাল করুক, সফল হোক। এটাই সত্যিকারের ভালবাসা। ২। সে তার ভবিষ্যত পরিকল্পনায় আপনাকে অংশ মনে করে লিন্ডার প্রেমিকের নাম জয়। লিন্ডা খুবই খুশী হয়েছিল যখন জয় তাকে তাদের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। জয় তার ভবিষ্যত সব পরিকল্পনায় লিন্ডাকে অংশীদার করে, তার মতামত নেয়। নিজের স্বপ্নগুলোকে সে লিন্ডার স্বপ্নের সাথে মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। সে সব কথায় আমির পরিবর্তে ব্যবহার করে আমরা। ৩। আপনিই তার Priority লিপিকা জানে না কখন সে অর্নবের জীবনে হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্নব তার সব কাজের মাঝে সবচেয়ে গুরুত্ব দেয় তার সাথে সময় কাটানোকে। লিপিকার কাছ থেকে পাওয়া সবকিছুই তার কাছে অমূল্য। লিপিকাকে অর্নব যতটা বিশ্বাস করে ততটা করে না আর কাউকে। মনে থেকে ভালও না বাসলে কেউ তার জীবনে এতটা জায়গা আর কাউকে দিয়ে দেয় না! ৪। তিনি আপনাকে মিস করেন এবং আপনি মিস করলে তার মূল্যায়ণ করেন সৌরভ চাকরি নিয়ে এখন ঢাকার বাইরে। দোলার সাথে আর আগের মত দেখা হয় না তার। ছুটির দিনে সে চলে আসে ঢাকায়। দোলা তাকে খুবই মিস করে। তাই দোলা যাতে মন খারাপ না করে সেজন্য কাজের ফাকে ফাকে ফোন দিয়ে খোঁজ নেয়, বেশী ব্যস্ত থাকলে পাঠায় ছোট্ট একটা মেসেজ। এতটা দূরে থেকেও সে দোলাকে কখনো একা বোধ করতে দেয় না। আরো অনেক উপায় রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ