হ্যাঁ আসতে পারে!  যদি কোনো পুরুষের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট  পজিটিভ আসে তাহলে এটি প্রমাণ করে যে তার ক্যান্সার হয়েছে!  প্রেগনেন্সি টেস্টে মূলত নারীদের ইউরিনে হিউম্যান করিওনিক গোনাডোট্রোপিন (HCG) নামক হরমোনের উপস্থিতি পাওয়া যায়!  কিন্তু পুরুষদের ইউরিনেও এধরণের হরমোনের উপস্থিতি পাওয়া যেতে পারে এবং এটি প্রমাণ করে যে তার টেস্টিকুলার ক্যান্সার হয়েছে! এটি খুবই বিরল কিন্তু খুব বিপদজনক! তবে রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে এর মানে এই নয় যে, তার টেস্টিকুলার ক্যান্সার হয় নি! কারণ সব টেস্টিকুলার (HCG) হরমোন নিঃসরণ করে না!  তথ্যসূত্রঃ ডেইলিমেইল!