পবিত্র মাহের রমজান মাস আসার কিছু দিন আগে থেকেই প্রায় সবার স্ট্যাটাস, মেসেজ, ফটো ইত্যাদিতে প্রচলিত একটি কথা পাওয়া যায় যে, রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর প্রথম কাউকে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এটি কোনো হাদিস নয়। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন মনগড়া একটি কথা, যার কোনো অস্তিত্ব হাদিসে পাওয়া যায় না। এই বার্তা প্রচার করা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।। রাসুল (সাঃ) বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, যা শোনে (যাচাই করা ছাড়া) তাই বলে বেড়ায়।।আবু দাঊদ : হাদিস নং ৪৯৯২; শুধু তাই নয়, আবার এরুপ বার্তা প্রচারে রাসুল (সাঃ) উপর মিথ্যারোপ করা হচ্ছে।। রাসুল (সাঃ) আরও   বলেছেন, আমি যা বলিনি সেই কথা যে আমার নামে বলবে তার স্থান হবে জাহান্নাম।।সহিহ বুখার : হাদিস নং ১/৫২; তবে, পবিত্র মাহের রমজানের অগ্রীম শুভেচ্ছা জানানো দোষণীয় নয়।। কেননা, রাসুল (সাঃ) নিজেই সাহাবীদের রমজানের আগাম সুসংবাদ দিতেন এবং উত্তম আমলসমূহের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করতেন।। হে আল্লাহ, এই মিথ্যা থেকে আমাদের  সকলকে হেফাযত করুন!