শেয়ার করুন বন্ধুর সাথে

এই মহাবিশ্ব নানারকম রহস্যে ভরা । এই রহস্য উদঘটন করা এবং তা থেকে জ্ঞান লাভ করাই পদার্থবিজ্ঞান পাঠের উদ্দেশ্য । পদার্থবিজ্ঞানের বিকাশ যখন শুরু হয় তখন থেকেই রহস্যময় বিষয় ছিল পদার্থবিজ্ঞানের তথা তখনকার বিজ্ঞানের মূল আকর্ষণ। একটি অজ্ঞাত বা অদৃশ্য বল ( তড়িৎ চৌম্বকীয় শক্তি ) যখন একটুকরা লেডকে আকর্ষণ করল তখন থেকে আজ পর্যন্ত তার অনেক রসহ্য আমরা উদ্ঘটন করেছি।  সেই বলকে আবার একত্রিত করেছি দুর্বল নিউক্লিয় বলের সাথে যার নাম দেওয়া হয়েছে ইলেকট্রো উইক ফোর্স । বলা হয়েছে এই বল দুইটি একই বলের ভিন্ন রূপ। এরকম হাজারো রহস্য আমাদের প্রকৃতিতে বিদ্যমান । আবার পদার্থবিজ্ঞান জানতে চায় আমাদের পরিবেশের বিভিন্ন নিয়ম। যেমনঃ কোন বস্তুর আকর্ষণ বল বেশি , কোন বস্তুর আকর্ষণ বল কম আবার কোন বস্তু কিভাবে অন্য বস্তুকে আকর্ষণ করে সেটাও পদার্থবিজ্ঞানের জানার বিষয়। এরকম হাজার রকমের প্রশ্নের উত্তর পদার্থবিজ্ঞান পাঠেই পাওয়া যাবে এবং নতুন কোন বিষয় নিয়ে যুক্তিতর্ক এবং গবেষণা করে তার কার্য পদ্ধতি জানাও পদার্থ বিজ্ঞান পাঠের অন্যতম মূল বিষয় বা উদ্দেশ্য।  পদার্থবিজ্ঞান ব্যাবহার করে গড়ে উঠেছে ছোট বড় অনেক প্রযুক্তি । বর্তমান যুগের সবথেকে উন্নত প্রযুক্তি কম্পিউটার পদার্থবিজ্ঞানেরই অবদান। এছাড়া তৈরি হয়েছে চিকিৎসায় ব্যবহার যোগ্য অনেক প্রযুক্তি। এছাড়া পদার্থবিজ্ঞান ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা হচ্ছে ।  এই সকল বিষয় জানা বোঝা এবং পরীক্ষামূলকভাবে ব্যবহারযোগ্য করাই হচ্ছে পদার্থবিজ্ঞান পাঠের মূল উদ্দেশ্য । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ