গেমের সাথে স্কিনশট দিতে প্রথমে আপনাকে সেই স্কিনশটটি কোনো জায়গায় আপলোড করতে হবে।তারপর আপনার সাইটের অ্যাডমিন প্যানেল এ গিয়ে ফাইল ম্যানেজার এ যেতে হবে।তারপর যে বিভাগে গেম আপলোড করছেন সেই বিভাগে যেতে হবে।তারপর যে গেমে স্ক্রিনশট যোগ করতে চাচ্ছেন সেই গেমের নিচে (edit) লেখায় ক্লিক করুন।এরপর URL Thumbnail লেখার নিচের বক্সে ওই স্কিনশটটির লিংক পেষ্ট করে দিন।তারপর সেভ করলেই কাজ শেষ।