প্রথম কথা হলো এটি শুধুই মাসআলাগত কিছু মতপার্থক্য, সুতরাং এ নিয়ে কাঁদা ছোড়াছুড়ি কিছুতেই কাম্য না | দ্বিতীয় কথা হলো তাত্ত্বিক দিক থেকে হানাফীরা সঠিক | কারণ - আহলে হাদীসের মূল কথা হলো মানুষ-মাত্রই ভুল করে , তাই কোনো ইমামের সব কথা সঠিক না | কথাটা ঠিক , তবে সমস্যা হলো কুরআন-হাদীস থেকে সরাসরি মাসআলা বের করতে অনেকগুলো শাস্ত্রে দক্ষতা লাগে যা সাধারণ মানুষের নেই | তাই তাক্বলীদ ছাড়া জনসাধারণের উপায় নেই | আপনি নিজে যেহেতু সরাসরি রাসূলের থেকে হাদীস শোনেননি তাই আপনাকে হাদীসের মান নির্ণয় করতে হলেও কারো না কারো তাকলীদ করতে হবে | কারণ হাদীসের মান নিয়েও মতবিরোধ থাকে | আপনি কারো ভুল ধরতে পারবেন তার চেয়ে যোগ্য হলে | তাই ইমামদের ভুল ধরতে তাদের চেয়ে অধিক শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে হবে ! ( আরবী ব্যকরণ থেকে জীববিজ্ঞান - সবই এর অন্তর্ভূক্ত) অন্য মাযহাবের ক্ষেত্রে যদিও তেমন না, তবে হানাফী মাযহাবে ৪o জনের বোর্ড ছিলো, যাদের মধ্যে সেই যুগের ডাক্তার থেকে ব্যকরণবীদ - সবই ছিলো | এখন তাদের ভুল ধরতে তাদের সমষ্টিগত যোগ্যতার চেয়েও বেশি যোগ্যতা লাগবে |