শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো ধরনের যৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খন্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে উদ্ভিদের প্ৰজনন ঘটে তাকে অঙ্গজ প্ৰজনন বলে।

অঙ্গজ প্রজনন হলো দেহ অঙ্গের মাধ্যমে সংঘঠিত প্রজনন অর্থাৎ অঙ্গজ প্রজননে কোনো প্রকার অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের কোনো অঙ্গের(গাছের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি) মাধ্যমে যে প্রজনন হয় তাকেই অঙ্গজ প্রজনন বলে। সহজ ভাষায়, যখন কোনো উদ্ভিদের কোনো অঙ্গ থেকে নতুন বা শিশু উদ্ভিদের সৃষ্টি হয়, তখন তাকে অঙ্গজ প্রজনন বলে। উদাহরণঃ মিষ্টি আলু অঙ্গজ প্রজননের মাধ্যমে বেড়ে উঠে। আমরা যদি মিষ্টি আলুর একটি মূল উপযুক্ত পরিবেশে লাগিয়ে দেই তা থেকেই স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে দেহ অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় তাই অঙ্গজ প্রজনন। পাথরকুচি, বাঁশ, গোল আলু, মিষ্টি আলু ও আদা ইত্যাদি অঙ্গজ পদ্ধতির সাহায্যে বংশবৃদ্ধি করে। অঙ্গজ প্রজননের ফলে উৎপন্ন মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন বংশধরের নাম ক্লোন।