পবিত্র কুরআনের সূরা সমূহের নাম  ও অর্থ: ১. আল ফাতিহা (সূচনা)   ২. আল বাকারা (গাভী-বাছুর)  ৩. আল ইমরান (ইমরানের পরিবার)   ৪. আন নিসা (নারী)   ৫. আল মায়িদাহ (খাদ্য পরিবেশিত  টেবিল)   ৬. আল আনআম (গৃহপালিত পশু)   ৭. আল আরাফ (উচু স্থানসমূহ),   ৮. আল আনফাল (যুদ্ধ-লব্ধ ধনসম্পদ),   ৯. আত তাওবাহ্ (অনুশোচনা),   ১০. ইউনুস (নবী ইউনুস),   ১১. হুদ (নবী হুদ),   ১২. ইউসুফ (নবী ইউসুফ),   ১৩. আর রা’দ (বজ্রপাত),   ১৪. ইব্রাহীম (নবী ইব্রাহিম),   ১৫. আল হিজর (পাথুরে পাহাড়),   ১৬. আন নাহল (মৌমাছি),   ১৭. বনী-ইসরাঈল (ইহুদী জাতি),   ১৮. আল কাহফ (গুহা),   ১৯. মারইয়াম (মারইয়াম)   ২০. ত্বোয়া-হা (ত্বোয়া-হা),   ২১. আল আম্বিয়া (নবীগণ),   ২২. আল হাজ্জ্ব (হজ্জ),   ২৩. আল মু’মিনূন (মুমিনগণ),   ২৪. আন নূর (আলো),   ২৫. আল ফুরকান (সত্য মিথ্যার পার্থক্য  নির্ধারণকারী গ্রম্থ),   ২৬. আশ শুআরা (কবিগণ),   ২৭. আন নম্ল (পিপীলিকা),   ২৮. আল কাসাস (কাহিনী),   ২৯. আল আনকাবূত (মাকড়শা),   ৩০. আর রুম (রোমান জাতি),   ৩১. লোক্মান (একজন  জ্ঞানী ব্যাক্তি),   ৩২. আস সেজদাহ্ (সিজদা),   ৩৩. আল আহযসব (জোট),   ৩৪. সাবা (রানী শেবা),   ৩৫. ফাতির (আদি স্রষ্টা),   ৩৬. ইয়াসীন (ইয়াসীন),   ৩৭. আস ছাফ্ফাত  (সারিবদ্ধভাবে দাঁড়ানো),   ৩৮. ছোয়াদ (আরবি বর্ণ),   ৩৯. আয্-যুমার (দলবদ্ধ জনতা),   ৪০. আল মু’মিন (বিশ্বাসী)  ৪১. হা-মীম সেজদাহ্ (সুস্পষ্ট বিবরণ),   ৪২. আশ্-শূরা (পরামর্শ),   ৪৩. আয্-যুখরুফ (সোনাদানা),   ৪৪. আদ-দোখান (ধোঁয়া),   ৪৫. আল জাসিয়াহ (নতজানু),   ৪৬. আল আহ্ক্বাফ (বালুর পাহাড়),   ৪৭. মুহাম্মদ (নবী মুহাম্মদ),   ৪৮. আল ফাত্হ (বিজয়, মক্কা বিজয়),   ৪৯. আল হুজুরাত (বাসগৃহসমুহ),   ৫০. ক্বাফ (ক্বাফ),   ৫১. আয-যারিয়াত  (বিক্ষেপকারী বাতাস),   ৫২. আত্ব তূর (পাহাড়),   ৫৩. আন-নাজম (তারা),   ৫৪. আল ক্বামার (চন্দ্র)   ৫৫. আর রাহমান (পরম করুণাময়)   ৫৬. আল ওয়াক্বিয়াহ্ (নিশ্চিত ঘটনা)   ৫৭. আল হাদীদ (লোহা)   ৫৮. আল মুজাদালাহ্  (অনুযোগকারিণী),   ৫৯. আল হাশর (সমাবেশ),   ৬০. আল মুম্তাহিনাহ্ (নারী,  যাকে পরীক্ষা করা হবে),   ৬১. আস সাফ (সারবন্দী সৈন্যদল),   ৬২. আল জুমুআহ (সম্মেলন/শুক্রবার),   ৬৩. আল মুনাফিকূন (কপট বিশ্বাসীগণ),   ৬৪. আত তাগাবুন (মোহ অপসারণ),   ৬৫. আত ত্বালাক (তালাক),   ৬৬. আত তাহরীম (নিষিদ্ধকরণ),   ৬৭. আল মুলুক (সার্বভৌম কতৃত্ব),   ৬৮. আল ক্বলম (কলম),   ৬৯. আল হাক্কাহ (নিশ্চিত সত্য),   ৭০. আল মাআরিজ (উন্নয়নের সোপান),   ৭১. নূহ (নবী নূহ)   ৭২. আল জ্বিন (জ্বিন সম্প্রদায়)   ৭৩. আল মুয্যাম্মিল (বস্ত্রাচ্ছাদনক)   ৭৪. আল মুদ্দাচ্ছির (পোশাক পরিহিত),  ৭৫. আল ক্বিয়ামাহ্ (পুনরু্ত্থান),   ৭৬. আদ দাহর (মানুষ),   ৭৭. আল মুরসালাত (প্রেরিত পুরুষগণ),   ৭৮. আন্ নাবা (মহাসংবাদ),   ৭৯. আন নাযিয়াত (প্রচেষ্টাকারী),   ৮০. আবাসা (তিনি ভ্রুকুটি করলেন),   ৮১. আত তাক্ভীর (অন্ধকারাচ্ছন্ন),   ৮২. আল ইনফিতার (বিদীর্ণ করা),   ৮৩. আত মুত্বাফ্ফিফীন  (প্রতারণা করা),  ৮৪. আল ইন্শিকাক (খন্ড-বিখন্ড করণ),   ৮৫. আল বুরুজ (নক্ষত্রপুন্জ),   ৮৬. আত তারিক্ব (রাতের আগন্তুক),   ৮৭. আল আ’লা (সর্বোন্নত),   ৮৮. আল গাশিয়াহ্ (বিহ্বলকর ঘটনা),   ৮৯. আল ফজর (ভোরবেলা),   ৯০. আল বালাদ (নগর),   ৯১. আশ শামস (সূর্য),   ৯২. আল লাইল (রাত্রি),   ৯৩. আদ দুহা (পূর্বান্হের সুর্যকিরণ),   ৯৪. আল ইনশিরাহ (বক্ষ প্রশস্তকরণ),   ৯৫. আত ত্বীন (ডুমুর),   ৯৬. আল আলাক (রক্তপিন্ড),   ৯৭. আল ক্বাদর (মহিমান্বিত),   ৯৮. আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ),   ৯৯. আল যিলযাল (ভূমিকম্প),   ১০০. আল আদিয়াত (অভিযানকারী),   ১০১. আল ক্বারিয়াহ (মহাসংকট),   ১০২. আত তাকাসুর (প্রাচুর্যের  প্রতিযোগিতা),   ১০৩. আল আছর (সময়),   ১০৪. আল হুমাযাহ (পরনিন্দাকারী),   ১০৫. আল ফীল (হাতি),   ১০৬. কুরাইশ (কুরাইশ গোত্র),   ১০৭. আল মাউন (সাহায্য- সহায়তা),   ১০৮. আল কাওসার (প্রাচুর্য),   ১০৯. আল কাফিরুন  (অবিশ্বাসী গোষ্ঠী),   ১১০. আন নাসর (স্বর্গীয় সাহায্য),   ১১১. আল লাহাব (জ্বলন্ত অংগার), ১১১. লাহাব (আবু লাহাব) ১১২. আল ইখলাস (একত্ব)   ১১৩. আল ফালাক (নিশিভোর)   ১১৪. আল-নাস (মানবজাতি)।