হুম ভাই, আযানে হাইয়া-আলাছ ছালাহ এর পরিবর্তে ছাল্লু ফী বুয়ূতিকুম বা ফী রেহালিকুম বলা যাবে এটা শরীআত সম্মত।। ঝড়-তুফান বা ভিষণ মহামারির সময় আযানে হাইয়া-আলাছ ছালাহ এর পরিবর্তে ছাল্লু ফী বুয়ূতিকুম(অর্থ: তোমরা নিজ নিজ আবাসস্থলে বা বাড়িতে সলাত আদায় কর) বলা যাবে।। বুখারী হাদিস নং ৬০১।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ