শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কোনো উত্তরে ৫টি ঊর্ধ্ব ভোট পেলে একটা সদস্যের আগ্রহ যতটুকু বাড়ে ১টা নিম্নভোট পেলে তার চেয়েও বেশি আগ্রহ হারিয়ে ফেলে। যেটা ই-নলেজের জন্য খুব হুমকিস্বরূপ। যেসব বিশেষ সদস্য নিম্নভোট প্রদান করেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা। সেটা হলো, প্রথমে নিম্নভোট প্রদানের ক্ষমতাটি সকল অনুমোদিত সদস্যদের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু সেটা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় ক্ষমতাটি শুধু বিশেষ সদস্যদের জন্য করা হয়। এখন আপনারা কি চান ই-নলেজে আপনার ভোট প্রদান করা নিয়ে বিশৃঙ্খলা দেখা দিক? আপনি কি চান আপনার একটি নিম্নভোটের কারণে কোনো সদস্য আগ্রহ হারিয়ে ফেলুক? একটা কথা মাথায় রাখবেন, আপনাদের ই-নলেজে বিশেষ সদস্য করা হয়েছে যাতে ই-নলেজের সকল কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়, যাতে কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়। কোনো সদস্যের ভালো মন্দ দেখার দায়ভার আপনার। তাই এমন কোনো কাজ করবেন না যাতে তারা মনে মনে কষ্ট পায়। তাদের সাথে যথাসম্ভব বন্ধুসূলভ আচরণ করবেন। তাতেই ই-নলেজের মূল উদ্দেশ্য প্রতিষ্ঠিত হবে। পরিশেষে, সবাইকে ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ