হ্যাঁ যেকোনো সিনেমা, অন্যের ভিডিও থেকে ছোট ছোট ফুটেজ কেটে আপনার ভিডিও তে দিলে কপিরাইট ধরবে। ইউটিউবের সর্বশেষ কপিরাইট আপডেট (ফেব্রুয়ারি ২০১৯) অনুযায়ী আপনি যেকোনো ভিডিও তে অন্য যেকোনো সিনেমা, স্টক ফুটেজ এবং অন্যের ভিডিও থেকে শুধুমাত্র ১০ সেকেন্ডের ফুটেজ নিতে পারবেন। তাহলে কপিরাইট ধরবে না। ১০ সেকেন্ডের বেশি নিলে কপিরাইট হবে।  তবে যেখান থেকে ভিডিও ক্লিপ নিচ্ছেন সে যদি আপনাকে অনুমতি দেয় অথবা সেই ভিডিওটি ক্রিয়েটিভ কমন লাইসেন্স এর ভিডিও হলে আপনি আপনার আপনার পুরো ভিডিওটি ছোট ছোট ক্লিপ দিয়ে তৈরি করতে পারবেন কপিরাইট ছাড়াই। যেমন অনেক ওয়েবসাইট তাদের ভিডিও ফুটেজ সম্পূর্ন কপিরাইট ফ্রি করে রেখেছে। এবং ওইসকল ফুটেজ দিয়ে পিনিকপাই, মায়াজালের মতো চ্যানেলগুলো চলছে। আপনি ওইরকম ভিডিও দিয়ে বানাতে পারেন।  আবার বিভিন্ন ওয়াজের ভিডিও, ভাষন, ইত্যাদি থেকে ছোট ছোট ক্লিপ আপনার ভিডিও তে দিলেও কপিরাইট ধরবে না। তবে নিজের মতো করে ভিডিও ইডিট করে নিতে হবে। [কিছু না বুজলে জানাবেন।]