শেয়ার করুন বন্ধুর সাথে

আমি আপনার প্রশ্নগুলোর ধারাবাহিক ভাবে এক এক করে উত্তর দিচ্ছি।তবে একটা কথা, প্রশ্ন আলাদা আলাদা করে করবেন।এক সাথে অনেকগুলো প্রশ্ন করা থেকে বিরত থাকুন। যাই হোক,আমি উত্তর দিচ্ছি। আপনাকে প্রথমেই জানতে হবে থিম কি কাজে আসে!আসলে থিম এর তখনই প্রয়োজন হয় যখন একটি তৈরি করা সাইটের ডিজাইনটা আকর্শনীয় করে তোলতে হয়।এক্ষেত্রে শুধুমাত্র থিম দিয়ে সাইট হবে না।থিমে ব্যবহার করা বিভিন্ন ধরনের কোড।আর এই কোডগুলো মুখস্ত করার কিছু নেই বা কোড গুলো বই থেকে লিখতে হয় না।কোডগুলো আপনার উক্ত সাইটের সাথে কনফিগার করে রাখতে হবে।যেমন ই নলেজ এ একটি কোডঃ . qa-main heading এই কোড টি সাইটে প্রগ্রামিং এর মাধ্যমে কনফিগার করা আছে।তাই থিমে এটি ব্যবহৃত হবে।যদি. qa-main heading এই লেখা দিয়ে সাইটের প্রগ্রামের সাথে কনফিগার করা না থাকত তাহলে এই কোড থিমে এড করলে কোনো কাজ হবে না।বরং আরো ইরর দেখাবে।সুতরাং আপনি বুঝতেই পারছেন শুধু থিম দিয়ে সাইট হবে না।  আগের প্রশ্নের উত্তরেই বলেছি শুধু থিম দিয়ে হবে না।এটা শুধু প্রঃউঃ সাইটের ক্ষেত্রে নয়।যে কোনো সাইটের ক্ষেত্রে। আপনার যদি সাইট সেট আপ করা থাকে তাহলে থিম এড করার পড় আর কোনো কাজ নেই।আর কোনো।কিছু না করেই যদি থিম।এড করতে চান তাহলে পারবেন না।কেননা আপনি তো সাইট এই তৈরি করেন নি, তাহলে থিম এড করবেন কিভাবে?  না।শুধু থিম দিয়ে হবে না। আপনার যদি আগের থেকেই সাইট বানানো থাকে তাহলে থিম এড করার পড় আর কোন কাজ নেই।মনে রাখবেন থিম শুধুমাত্র ডিজাইন,  কালার এসবের জন্য।সাইট সেট আপ এর জন্য নয়। আশা করি বুঝতে পেরেছে। আর বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ