আমার গল্পের বই পড়া,গান গাওয়া, নাচ করা, ছবি আঁকতে ভালো লাগে।

অজানাকে জানতে আমার খুব ভাল লাগে। হোক সে যে কোন কিছু। মনে প্রশ্ন জাগলে উত্তর ও কোন কিছু শেখার ক্ষুধা লেগে যায় ।

আমি ক্রিকেট খেলতে ও বন্ধুদের সাথে সময় কাটাতে অনেক ভালোবাসি।

আমি ক্রিকেট খেলতে ভালোবাসি । এতে অনেক আনন্দ পাই ।

গল্পের বই পড়া, ক্রিকেট খেলতে, ঘুরে বেড়ানো ভালো লাগে।।

আমার বই পড়তে ও ক্রিকেট খেলতে ভালো লাগে।

আমার কোরআন পড়তে এবং হাদিস পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। তার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে।

আমি সবচেয়ে ভালোবাসি ক্রিকেট খেলতে ও গেম খেলতে

আমার খেলাধুলা করতে ভালো লাগে।