শেয়ার করুন বন্ধুর সাথে

১ কেজি নিমপাতা ভালোভাবে রোদে শুকিয়ে পাটায় পিষে গুরো করতে করুন। গুড়ো পরিষ্কার একটি কৌটায় রাখতে হবে। প্রতিদিন ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ  গুড়ো ও ১ চামচ ইসবগুলের ভূষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামুচ দিয়ে ভালোভাবে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে ও রাতে শোবার আগে পান করুন। এভাচে ২১ দিন পান করুন। এরপর থেকে এলার্জি চরতরে দূব হবে ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ