শেয়ার করুন বন্ধুর সাথে

নেট জগতে অসংখ্যা ওয়েবসাইট আছে যারা আপনাকে বিনামূল্যে অনেক সুন্দর সুন্দর ব্লগার টেমপ্লেট অফার করবে। আবার কিছু কিছু পেইড টেমপ্লেট ও পাবেন যেগুলো খুব সুন্দর। কিন্তু আমার পরামর্শ হল আপনি যদি Blogger Blog ব্যবহার করে থাকেন তাহলে কোন রকম Thirty Party Template ব্যবহার না করাই আপনার জন্য উত্তম।  কারণ হল যেহেতু আপনি টেমপ্লেট খুঁজছেন তার মানে আমি ধরেই নিলাম আপনি এসব ব্যপারে বিশেষজ্ঞ না। আমিও বিশেষজ্ঞ না। যদিও প্রায় 8/9 বছর হতে চলল আমি ব্লগার ব্যাবহার করি। কাজেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার জন্য সবচেয়ে ভাল হবে ব্লগারের যেসব নিজস্ব থিম আছে সেগুলো থেকে পছন্দ মত একটা নিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে নেয়া।  কারণ আপনি যদি Thirty Party Template ব্যবহার করেন তাহলে সেটা কখনোই ব্লগারের সাথে 100% Compatible হবে না। অনেক সময় দেখবেন ওটার বিভিন্ন গেজেটের সাথে ব্লগারের কোন মিল পাচ্ছেন না। তখন সেটার রক্ষণাবেক্ষণ আপনাকে কোড এডিট করেই করতে হবে। আবার পেজের বিভিন্ন অপশন/ বাটন ইত্যাদি আপনাকে কোড এডিট করে ঠিক করতে হতে পারে। যেটা ব্লগারের নিজস্ব থিম হলে আপনি সহজেই Layout এ গিয়ে মন মত সাজিয়ে নিতে পারবেন।  তাছাড়া ব্লগারে এখন বেশ কিছু নতুন Responsive Theme এসেছে। যেগুলোকে Template Designer দিয়ে সামান্য সাজিয়ে নিলে অসাধারণ লুক আসবে। উদাহরণ স্বরুপ আমার নিজের ব্লগটিই দেখাচ্ছি -https://www.markspcsolution.com/ এটা Notable Theme টিকে সামান্য মডিফাই করে বানিয়েছি। আপনিও ব্লগার থেকে Contempo, Soho, Notable, Emporio এগুলোর মধ্য থেকে একটা থিম পছন্দ করে নিন। পরে সেটাকে মন মত সাজিয়ে নিলে খুব সুন্দর দেখাবে। আর থিম গুলো এমন ভাবে ডিজাইন করা যে বুক রিভিউ বা যেটাই রিভিউ করেন না কেন আপনি খু্ব ভাল ভাবেই সেটা পাঠকদের সামনে তুলে ধরতে পারবেন।  আরেকটা কথা মাথায় রাখবেন - Third Party Template গুলো কিন্তু শুধু চোখ ধাধানো ডিজাইনের দিকে নজর দিবে। আপনার ব্লগারের ড্যাশবোর্ডের সাথে সেটা কতটুকু কাজ করবে সেদিকে কিন্তু তাদের তেমন নজর নেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ