শেয়ার করুন বন্ধুর সাথে

আইনজীবি খলিলুর রহমান ১৯৫৩সালে বরগুনায় একটি দরিদ্র পরিবার জন্মগ্রহন করেন।তিনি ১৯৬৮সালে পাথরঘাটা এ কে স্কুল থেকে এস এ সি পাশ করেন।তিনি ১৯৭৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ডিগ্রি লাভ করেন।তার ইংরেজির প্রতি আগ্রহ ছিল প্রবল। তিনি বরিশাল থাকাকালীন pacific english grammar and composition নামে একটি বই লিখেন। ঐ সময় তিনি বরিশালে ল কলেজ থেকৈ এল এল বি ডিগ্রি সম্পন্ন করেন। যেহেতু মি রহমান দারিদ্রতা মধ্যে বেড়ে ওঠেছেন তিনি তার জীবনের শুরু থেকেই তার গ্রামের লোকদের জন্য কিছু করার আগ্রহ লালন করেন। তিনি দরিদ্র গ্রামবাসীর জন্য গভীর ভালবাসা ধারণ করেন। গ্রামবাসীর ভোগান্তি থাকে কষ্ট দিয়েছিল। ২০১৩ সালে ২৯ মে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ