ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য, আপনি সকাল ৯টা বা ৯.৩০টায় ব্যাংকের অফিসে যাবেন। অফিসে গিয়ে একটি বিনামূল্যে ফরম নিবেন। ফরম পুরণ আপনি অফিসেও করতে পারেন এবং বাড়িতে এনেও করতে পারেন, কোন সমস্যা নেই। পরবর্তী দিন আপনি ৪ কপি ছবি নিয়ে যাবেন। ২ কপি পাসপোর্ট সাইজ। এবং ২ কপি স্টম সাইজের। অফিসে হেলথ লাইনে গিয়ে যোগাযোগ করলে পরবর্তী কাজ আপনাকে কি করতে হবে তা পেয়ে যাবেন। উত্তম হলো ফরম অফিসেই পুরণ করা। বাড়িতে এসে আপনি যতটুকু বুঝেন শুধু তাই পূরণ করুন। বাকিটা অফিসের  হেলপ নিয়ে পূরণ করুন। আর এটি এম কার্ড অফিস থেকে সঠিক তথ্য নিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ