হ্যা।নিশ্চই ইনকাম করবে।আর ফেসবুক তৈরি করতে ফেসবুক কর্তৃপক্ষের টাকা খরছ হয়েছে।তবে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করে।যেমনঃএকটি উদাহারণঃআপনি মনে করুন একটি ফেসবুক পেজ তৈরি করেছেন।ফেসবুক পেজে ধরুন একটি বিজ্ঞাপন পোষ্ট করেছেন।তরপর যখন আপনি পোষ্ট ব্রুষ্ট করেন তখন ক্রেডিট কার্ড যেমন Visa Card, Master Card,ইত্যাদি।নম্বার চায়।তার পর টাকার পরিমাণ নির্ধারণ করতে হয়।এই টাকা ফেসবুক কর্তৃপক্ষ ইনকাম করেন।তাছাড়া অন্যান্যভাবে ও তারা ইনকাম করে ফেসবুকের মাধ্যমে।