শেয়ার করুন বন্ধুর সাথে

জাল হাদিস বলতে ভুল, ত্রুটি যুক্ত দলিল, নিজেই তৈরি করা অথবা কারো কাজ থেকে তৈরি করে নেওয়া ইসলামি দলিল বা প্রমাণ কে বোঝায়। জাল হাদিস শুধু তৈরি করা নয়, এটা প্রকাশ করাও পাপ এবং এর উদাহরণ দেওয়াও সম্ভব নয়। কেননা, এতে আল্লাহ কিংবা নবী রসুলের বিপরীতে চলে যেতে পারে।