শেয়ার করুন বন্ধুর সাথে

মল পুরোপুরি ত্যাগ হবে এমন খাবার, যেমন শাকসবজি, আঁশজাতীয় খাবার, ফলমূল বেশি খেতে হবে। ইসবগুলের ভূসির শরবত পান করা ভালো। বয়স্কদের দৈনিক ৬ থেকে ৮ গ্লাস পানি পান করা উচিত। সব ধরনের তৈলাক্ত খাবার, গুরুপাক খাবার, বেশি মসলাযুক্ত খাবার, ভাজা-পোড়া, বেশি ঝাল জাতীয় খাবার, বাসি-পচা খাবার পরিত্যাগ করা উচিত। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে।রোগীর শারীরিক, মানসিক ও দৈহিক অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করে তা প্রয়োগ করলে রোগীর সমস্য দ্রুত দূর হয়। রোগের লক্ষণের দিকে বিবেচনা করে ইস্কিউলাস হিপ, নাক্স ভূমিকা, সালফার, হাইড্রাস্টিস, কলিনসোনিয়া, র্যাটান হিয়া ইত্যাদি দিয়ে চিকিৎসা করা হয়। এ ছাড়াও রয়েছে অনেক ধরনের ওষুধ। তবে তা সেবন করতে হবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে।সূত্র : ইন্টারনেট ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মল পুরোপুরি ত্যাগ হবে এমন খাবার, যেমন শাকসবজি, আঁশজাতীয় খাবার, ফলমূল বেশি খেতে হবে। ইসবগুলের ভূসির শরবত পান করা ভালো। বয়স্কদের দৈনিক ৬ থেকে ৮ গ্লাস পানি পান করা উচিত। সব ধরনের তৈলাক্ত খাবার, গুরুপাক খাবার, বেশি মসলাযুক্ত খাবার, ভাজা-পোড়া, বেশি ঝাল জাতীয় খাবার, বাসি-পচা খাবার পরিত্যাগ করা উচিত। নিয়মিত ব্যায়াম করতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে।রোগীর শারীরিক, মানসিক ও দৈহিক অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করে তা প্রয়োগ করলে রোগীর সমস্য দ্রুত দূর হয়। রোগের লক্ষণের দিকে বিবেচনা করে ইস্কিউলাস হিপ, নাক্স ভূমিকা, সালফার, হাইড্রাস্টিস, কলিনসোনিয়া, র্যাটান হিয়া ইত্যাদি দিয়ে চিকিৎসা করা হয়। এ ছাড়াও রয়েছে অনেক ধরনের ওষুধ। তবে তা সেবন করতে হবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে।সূত্র : ইন্টারনেট ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ