শেয়ার করুন বন্ধুর সাথে

প্রাণিবিদদের মতে পানিতে ভাসার সময় হাঁসের শরীর থেকে একধরনের তেলজাতীয় পদার্থ নিঃসৃত হয়। পানিতে ভেসে বেড়ানোর সময় এই তেল হাঁসেরা  পালক ও ঠোঁটে ছড়িয়ে দেয়। আর পানি আর তেল কখনো একসাথে মিশে না, যে কারণে হাঁসেরা সারা দিন পানিতে ডুবোডুবি করলেও শরীর শুকিয়ে থাকে। পানিতে দেহকে না ভিজিয়েই পালক বেয়ে গড়িয়ে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ