শেয়ার করুন বন্ধুর সাথে

পৃথিবীতে মানুষের যখন আরির্ভাব ঘটল তখন থেকে মানুষ নিজের প্রয়োজনে তথা ক্ষুধা, পিপাসা, পস্ত্র, বাসস্থান প্রভৃতির চাহিদা অনুভব করল, কিন্তু মানুষের পক্ষে এসব প্রকাশের কোনো মাধ্যম ছিল না । কারণ, আদিম মানুষের মুখে কোনো ভাষা ছিল না । অথচ এগুলো ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব । ফলে মানুষ তার নিজের প্রয়োজনে ভাষা উচ্চারণের দিকে অগ্রসর হলো । প্রাথমিক ভাবে অঙ্গভঙ্ঘি, ইশারা-ইঙ্গিতের মাধ্যমে অন্যের কাছে নিজের সুখ-দুঃখ, ক্ষুদা-পিপাসা, চাওয়া-পাওয়া ভালো লাগা-মন্দ লাগা প্রভৃতি মনো-দৈহিক ব্যাপার গুলো নানাভাবে প্রকাশ করত । মানুষের সহজাত প্রবণতাই হলো একের ভাব অন্যের নিকট আর্কষণীয় করে প্রকাশ করা । এভাবে বিনিময়ের ঐকান্তিক প্রচেষ্ঠা থেকে কালক্রমে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি ব্যবহারের মাধ্যমে ভাষার উদ্ভব । ~~~~~~ধন্যবাদ~~~~~~~