শেয়ার করুন বন্ধুর সাথে

পানি কম খেলে অথবা অতিরিক্ত পরিশ্রম করলে প্রস্রাব হলুদ হতে পারে।তাছাড়া  হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসের সংক্রমণে যকৃতে প্রদাহ সৃষ্টি হলে প্রসাব হলুদ হয়  আপনার করনীয় ১.রাস্তার পাশে থেকে কিছু কিনে না খাওয়া। ২.অতিরিক্ত পানি পান করা। ৩.টাটকা শাকসব্জী খাওয়া ৪.প্রচুর পরিমান মৌসুমী ফল খাওয়া। ৫.আখের রস,  বা যে কোন শরবৎ খাওয়া। ৬.নিয়মিত ঘুম। ৮.নিয়মিত গোসল ৯.পরিষ্কার পরিছন্ন থাকার মাধ্যমো এই সমস্যা দূর করা সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ