এর জন্য নির্ধারিত কোন বয়স নেই।  উদাহরণ হিসেবে ধরুন: একটি মেয়ে ৬ বছর বয়সে প্রথম ক্লাসে ভর্তি হলো সে হিসেবে ১৪ বছর বয়সে তার Jsc দেবার কথা। যদি কোন ক্লাসে ফেলে করে তবে তার  Jsc পরিক্ষা দেবার বয়স বৃদ্ধি পাবে। আবার কোন মেয়ে যদি পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হয় কোন ক্লাসে সে ফেল না গেলে, তার সেই অনুযায়ী Jsc পরিক্ষা দিবে। আসা করি বুঝতে পারছেন।