শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়াহাবী আন্দোলন হচ্ছে ধর্মীয় আন্দোলন বা ইসলামের একটি শাখাগোষ্ঠী যা অর্থোডক্স, অতিচরমপন্থী, অস্টেরে, মৌলবাদী, বিশুদ্ধবাদী, একেশ্বরবাদীর উপাসনার জন্য ইসলামী পূনর্জাগরণ, চরমপন্থী আন্দোলন ইত্যাদি নামে পরিচিত। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব একজন ইসলামিক সালাফি পন্ডিত এবং ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা। উনার জন্ম নজদ প্রদেশে (বর্তমান রিয়াদ)। মূলত উনার নামানুসারে এই আন্দোলনের নাম হয়েছে ওয়াহাবী আন্দোলন। তথ্যসূত্র→Wikipedia

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ধর্ম সংস্কারমূলক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ