শেয়ার করুন বন্ধুর সাথে

মহান আল্লাহ বলেন, ‘তোমাদের কল্যাণার্থে তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে’ (মায়েদাহ ৫/৯৬) ব্যাঙ খাওয়া বৈধ নয়। কেননা রাসূল (ছাঃ) ব্যাঙ মারতে নিষেধ করেছেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) ছুরাদ পাখি, ব্যাঙ, পিঁপীলিকা ও হুদহুদ পাখি মারতে নিষেধ করেছেন (আবুদাউদ হা/৫২৬৭, ইবনু মাজাহ হা/৩২২৩; মিশকাত হা/৪১৪৫)।  সুতরাং, এ থেকে বোঝা গেলো, যেহেতু ব্যাঙ মারাই যেহেতু বৈধ নয় সেহেতু তা ফ্রগ ফ্রাই বা ফ্রগ স্যুপ হিসেবে খাওয়া কোনো অবস্থাতেই বৈধ নয়। কেউ খেয়ে ফেললে সে তওবা করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ