পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করুন। যেমন - UK, USA, ফ্রান্স, কনাডা, অস্ট্রেলিয়া। এরা কিন্তু বলছেনা যে তাদের দেশের পুলিশ অসৎ। মূলত বাংলাদেশেই এটা নিয়ে ব্যাপক হৈচৈ হয়ে থাকে। বাংলদেশের নিম্নস্থ পদ থেকে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পর্যন্ত ঘুষ খায়। তাই তাদের বিরুদ্ধে প্রমান যোগাড় করা সহজ নয়। কাজেই এটা নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে নালিশ করলেও লাভ হবেনা। আমাদের Goverment র মান নিচু পুলিশরা অসৎ কাজ করে বেড়ালেও আমাদের কিছু কররার নেই আপাতত।