শেয়ার করুন বন্ধুর সাথে

মাদার টেরিজা বা মাদার তেরেসা (আলবেনীয়: Nënë Tereza, ন্যন্য টেরেযা), যাঁর আসল নাম ছিল আনিয়েজ গঞ্জে বয়াজিউ (আলবেনীয়: Anjezë Gonxhe Bojaxhiu উচ্চারণ [aˈɲɛz ˈɡɔɲdʒe bɔjaˈdʒiu] আঞেয্ গঞ্জে বয়াজিউ; ম্যাসেডোনীয়: Агнес Гонџа Бојаџиу, আগ্ন্যেস্ গন্জা বয়াজিউ) (আগস্ট ২৫, ১৯১০ - সেপ্টেম্বর ৫, ১৯৯৭) ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয়  ক্যাথলিক সন্ন্যাসিনী। ১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। সেই সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির বিকাশ ও উন্নয়নেও অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তাঁর এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে পড়ে। তাঁর মৃত্যুর পর পোপ দ্বিতীয় জন পল তাঁকে স্বর্গীয় আখ্যা দেন; এবং তিনি কলিকাতার স্বর্গীয়/পবিত্র টেরিজা (Blessed Tera of Calcutta) নামে পরিচিত হন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ