শেয়ার করুন বন্ধুর সাথে

বানান শুদ্ধ করা নিতান্তই সহজ তথা কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন একটু মনোযোগ। কোনো পত্রিকা-ম্যাগাজিন, বই কিংবা যেকোনো লেখা পড়ার সময় প্রতিটা শব্দের বানানের দিকে খেয়াল করে পড়তে হবে। নতুন কোনো খটকা তথা কঠিন শব্দ পেলে তা নোট বা নিছক একবার খাতায় লেখা যেতে পারে, এতে করে শব্দের বানানসহ শব্দটা স্মৃতিপটে আবদ্ধ হয়ে যাবে। পড়ার পাশাপাশি লেখার গুরুত্ব সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে, একবার লেখা নাকি দশবার লেখা সমান। বানান শুদ্ধিকরণের জন্য সবচেয়ে বড় উপকরণ হলো ডিকশনারি তথা অভিধান। কোনো শব্দের বানান নিয়ে সন্দেহ হলে তখন অভিধানের সাহায্য নিতে হবে। এতে এক এক করে প্রত্যেকটা কঠিন শব্দের বানানগুলো শেখা হয়ে যাবে। কিছুদিন এরকম নিয়মে শব্দের বানানের দিকে যত্নবান হলে একসময় বানান নিয়ে আর সমস্যা থাকবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ