শেয়ার করুন বন্ধুর সাথে

প্রো-মেটাফেজ ধাপে কোষের উত্তর মেরু থেকে দক্ষিন মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকু আকৃতির ধারণ করে তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয়র অঞ্চল বলে। প্রাণিকোষে সেন্টিওল দুটির চারিদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌছাতে যে তন্তু গঠন করে তাকে স্পিন্ডল তন্তু বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ