শেয়ার করুন বন্ধুর সাথে

সবুজ সার ব্যবহারের উপকারিতা উত্তরঃ সবুজ সার মাটিতে জৈব পদার্থে যোগ করে ফলে গাছের প্রয়োজনীয় সকল খাদ্য উপাদানের পরিমাণ বৃদ্ধি পায় ।এই সার মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় ।মাটিকে ঝুরঝুরে করে এবং মাটির ভিতর বাতাস প্রবেশ সহজ করে ফলে গাছের মুল ভালভাবে বৃদ্ধি পেতে পারে । এই সার ব্যবহারের ফলে মাটিতে গাছের জন্য যে উপকারী জড়িয়ে থাকে তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় । এই সার মাটির খাদ্যপাদান নীচের স্তর থেকে উপর নিয়ে আসে । সবুজ সার সেই সময় জন্মানো হয় যখন মাঠে কোন ফসল থাকে না ফলে বৃষ্টির পানি মাটিতে পড়ে যাতে মাটির উপরিভাগ ক্ষয়ে যেতে পারে না । সবচেয়ে রড় কা সবুজ সার ব্যবহারে ফলন বৃদ্ধি পায় । পরীক্ষা করে দেখা গেছে যেখানে প্রতি বিঘায় ১২-১৪ মন ধান হয় সেখানে সবুজ সার ব্যবহার করে প্রতি বিঘায় ১৭ মন ফলন পাওয়া যায় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ