শেয়ার করুন বন্ধুর সাথে

  রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পওি ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক,সম্পওিবাচক এবং নামিক হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। জাবেদা এবং খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপবদ্ধ হয়ছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।