শেয়ার করুন বন্ধুর সাথে

ইতিকাফ আরবী শব্দ, যার অর্থ অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় জামে মসজিদে আল্লাহর ইবাদতের নিয়তে অবস্থান করা।

ইতিকাফ হলো আরবি শব্দ, অর্থ হলো অবস্থান করা, আবদ্ধ করা বা আবদ্ধ রাখা। পরিভাষায় ইবাদতের উদ্দেশ্যে ইতিকাফের নিয়তে নিজেকে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ মসজিদে নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ রাখা। যিনি ইতিকাফ করেন তাঁকে ‘মুতাকিফ’ বা ইতিকাফ’ বলে।