শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলাম শব্দের আভিধানিক অর্থ শান্তি। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যখন পৃথিবীর বুকে ইসলাম প্রচার শুরু করলেন। তখন মানবজাতি যেন এক মহাসংকটের কালো থাবা থেকে রক্ষা পেল। বিশ্বমাঝে নেমে এল এক অনুপম শান্তির ধারা। সমাজ থেকে সকল অশান্তি, অবজ্ঞা,ঘৃণা,হিংসা-বিদ্বেষ,হানাহানি, অন্যায় ও অসুন্দর হলো অবসান। বিশ্ব উপহার পেল এক শান্তিময় সমাজ