১) যদি আপনার উচ্চশিক্ষা অর্জন করতে ও নিজের জ্ঞানকে খুব উচ্চ পর্যায়ে নেয়ার ইচ্ছা থাকে (যদি আপনার উচ্চ শিক্ষা অর্জনের মত অার্থিক অবস্থা থাকে) তাহলে নির্দ্বিধায় SSC পাশের পর HSC তে ভর্তি হতে পারেন। ২)আর যদি, আপনার পরিবারের কথা ভেবে তারাতারি জব নিয়ে সচ্ছল হতে চান, এবং পড়াশোনার পাশাপাশি জব করতে চান, তাহলে আমার মতে ডিপ্লোমা করাই বেটার হবে (আপনার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি, যেমনঃ কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, সিভিল, টেক্সটাইল, মেরিন ইত্যাদির যেটা আপনি করতে বেশি ইন্টারেস্টেড সে বিষয়ে কোর্স করুন, ইনশাল্লাহ সফল হবেন তারাতারি)।