হায়েজের কারণে রোজা না রেখে থাকলে অথবা রোজা রাখার পর হায়েজ শুরু হয়ে গেলে খানা-পিনা করতে পারবে। তবে অন্যদের সামনে খাওয়া উচিত নয়। দিনের মধ্যভাগে বা দিনের যে কোন সময় হায়েজ আসা বন্ধ হয়ে গেলে দিনের বাকি অংশ খানা-পিনা থেকে বিরত থেকে রোজাদারদের সাদৃশ্য অবলম্বন করা ওয়াজিব। তবে ওই দিনের কাযা ঠিকই আদায় করতে হবে। সূত্রঃ আলমগীরী 1/215, ফাতহুল কাদীর 2/228, বাদায়ে 2/103, আহসানুল ফাতাওয়া 4/438