১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার রাত ৮টার দিকে দেশে ফোরজি সেবা প্রথমবারের মত চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি (এয়ারটেল সহ) ও বাংলালিংক।আনুষ্ঠানিকভাবে ফোরজি চালুর লাইসেন্স পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে ৪জি নেটওয়ার্ক লঞ্চ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল জিপি। সোমবার সন্ধ্যায় লাইসেন্স পেয়ে ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি শহরে ফোরজি সেবা প্রদান শুরু করেছে গ্রামীণফোন, রবি (এয়ারটেল সহ) ও বাংলালিংক। এই কাভারেজ দ্রুত বাড়বে বলে জানিয়েছে কোম্পানিগুলো।