শেয়ার করুন বন্ধুর সাথে

দিনের বেলায় সূর্যের তাপ মাটিতে পড়লে প্রথমে মাটি তা শুষে নেয় এবং পরে তা বিকিরণের মাধ্যমে উর্দ্ধাকাশে ছেড়ে দেয়। তাপের এই বিকিরণ হয় নানা মাপের তরঙ্গের আকারে। মাটির এই তাপ-বিকিরণের পালা বেশ রাত অবধি চলে। গরম বা বর্ষার সময় মাথার ওপর আকাশে মেঘ জমে থাকলে, মাটি থেকে বিকীর্ণ তাপের যে তরঙ্গ গুলো ছোট মাপের, সেগুলি মেঘ ভেদ করে চলে গেলেও বড় মাপের তরঙ্গগুলো মেঘের বাধা টপকাতে পারে না। সেগুলি মেঘের গায়ে ধাক্কা খেয়ে মাটির দিকে ফিরে আসে। মেঘলা দিনে বা রাতে ভূপৃষ্ট থেকে বির্কীর্ণ তাপের একটা অংশ মেঘ ও মাটির মধ্যেকার বায়ুমন্ডলে আটকে পড়ার ফলে মাটি এবং তার লাগোয়া বাতাসের স্তর ঠান্ডা তো হয়ই না, বরং বেশ গরম হয়েই থাকে। এতে আবহাওয়ার উষ্ণতা বেড়ে যায় বলেই আমাদের শরীরে গরম লাগে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ