শেয়ার করুন বন্ধুর সাথে

গুটি কলম:-কোনো গাছের সতেজ, সবল, লম্বা ডালের কিনারা থেকে ৫ সে.মি. ব্যাস নিয়ে ধারালো ছুরি দিয়ে এর বাকল তুলে ফেলতে হবে।তারপর কিছু মাটি নিয়ে তাতে প্রয়োজন মাফিক গোবর সার, ইউরিয়া সার ও টিএসপি সার মিশিয়ে কাই তৈরী করতে হবে এবং তা ঐ ডালটিতে ছেঁড়া কাপড়ের বস্তায় করে পেছিয়ে দিতে হবে।এটাই গুটি কলম।জবা, লেবু, লিচু ইত্যাদি গাছে গুটি কলম করা যায়।