ডোমেইন হচ্ছে ইউনিক। ডোমেইন একবার কেউ নিলে সেই ডোমেইন (ওয়েবসাইটের নাম) আর দ্বিতীয় কোন ব্যক্তি নিতে পারে না। যেহেতু এই সাইট প্রশ্নোত্তর সাইট, সেহেতু প্রশ্ন নাম দিয়ে ডোমেইন নেওয়ার টার্গেটছিল। এই সাইটের জন্য যখন ডোমেইন নেওয়া হয়েছিল,তখন proshno.com available ছিল না।  তাই, এজন্য অভ্র কিবোর্ডের সাথে মিলেয়ে proshn রাখা হয়েছে। অভ্র কিবোর্ডে প্রশ্ন = proshn