শেয়ার করুন বন্ধুর সাথে

ইলমে ফিক্বাহ হলো ইসলামি আইনশাস্ত্র।যা অধ্যায়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের সকলে বিষয়ে ইসলামের বিধি বিধান জানা যায়।

ফিকহ শব্দটি বাবে সামিয়া এসমায়ু এর মাসদার। আভিধানিক অর্থ কোন কিছু যথাযথ ভাবে উপলব্ধি করা. অনুভব করা। সহজ ভাবে বলা যায়: যে বিষয় অধ্যয়ন করলে বিস্তারিত দলিল প্রমাণের ভিত্তিতে শরিয়তের বিধি-বিধান সঠিক ও স্পষ্ট ভাবে জানতে পারা যায়,তাকে ইলমুল ফিকাহ বলে।