শেয়ার করুন বন্ধুর সাথে

নামাযের জন্য এটা মুস্তাহাব যে, প্রত্যেক নামাযের আগে আযান তারপর একামত বলতে হবে(তৌযিহুল মাসায়েল,মাসআলা নং ৯১৮)।আমরা জানি, যা করলে সওয়াব আছে না করলে গুনাহ নাই,সেটাই হলো মুস্তাহাব। সুতরাং আযান না দিয়ে নামায পড়লেও তা হবে।কিন্তু ইচ্ছাকৃত ভাবে এটা করা উচিত নহে।